পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে পুঠিয়া পৌরসভা ও ভালুকগাছী ইউনিয়ন এলাকার সাথে খোলায় ৩-০ গোলে পৌরসভা এলাকা জয়লাভ করে। পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার শেষে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, ভালুকগাছী ইউপি চেয়াম্যান তাকবীর হাসান,
পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মফিজুল টুলু সহ অনেকে উপস্থিত থেকে খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মকলেছুর রহমান আর প্রচারনায় ছিলন কামাল উদ্দিন।