পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমেদ, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি হাসমত দৌলা, পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ-সম্পাদক বজলুর রশিদ, মোহাম্মাদ আলী, সোহানুর রহমান, আকাশ ঘোষ সহ স্থানীয় গণমাধ্যমকার্মীগণ উপস্থিত ছিলেন।