পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তন এ অনুষ্ঠানে আয়োজন করেন উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা সমবায় অফিসার মোঃ আবু মোতাল্লেম সহ অনেকে।