পুঠিয়ায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পরিবশে বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন পকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া গ্রামে উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

এ সময় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ শাহিদা পারভিন, সোহেল রানা, মোঃ সুজন আলী, লাউ চাষী মোঃ শফিকুল ইসলাম, মোঃ ডাবলু সরকার ও মোছাঃ দুলালী বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

লাউ চাষী মোঃ শফিকুল ইসলাম, মোঃ ডাবলু সরকার ও মোছাঃ দুলালী বেগম ঝলমলিয়াতে জমি লীজ নিয়ে বিষ মুক্ত স্বপ্ন ১৭ জাতের লাউ ছাষ করে সাফল্য লাভ করায় তাদের প্রদর্শনীর পার্শ্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।