পুঠিয়ায় দুর্যোগ সহনীয় গৃহ নির্মান কাজ পরিদর্শন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মুজিব শতবর্ষে ভূমিহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় গৃহ নির্মান’ কাজ পরিদর্শন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল। শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়ার পীরগাছা এলাকায় নব নির্মিত ১৮ টি গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল ও মৌসুমী রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল বাছেদ খন্দকার, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।

বর্তমানে পুঠিয়া উপজেলা ৫৪ টি বাড়ী নির্মাণ করা হচ্ছে। এই কাজ শেষের মধ্যে। নির্মাণকৃত কাজ সম্পন্ন হলে ভুমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।