পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ র্শীষক কর্মসূচির আওতায় মানববন্ধন ও জয়িতাদের সংস্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পরভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. হিরা বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার রবিউল করিম, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান, সোনালী ব্যাংক পুঠিয়া শাখার ব্যবস্থাপক জাহিদুল হক প্রমুখ।