পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে নাফিজ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।জানা গেছে, মঙ্গলবার দুপুরের কোন এক সময় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামের গোলাম মেস্তফা বাবুর ছেলে নাফিজ হোসেন খেলতে খেলতে তার বাড়ীর পার্শ্বে নিজেদের পুকুরে পড়ে যায়।
দুপুর থেকে তাকে দেখতে না পেয়ে, পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
এ সময় তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।