পুঠিয়ায় পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বাঁশবাড়ি পশ্চিমভাগ মাঠে ইউপি সদস্য মোঃ জুয়েল রানা ফসলী জমিতে শ্রেণী পরিবর্তন ছাড়াই পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সুকদেবপুর বাজারে এইমানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানবন্ধনে মুক্তিযোদ্ধা মরহুম এনতাজ আলীর পুত্র এনামুল হক, সুজন আলী সহ কৃষক ও মহিলাগণ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ইউপি সদস্য জুয়েল রানার অবৈধ্য ভাবে পুকুর খনন বন্ধ ও তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী করেন।

এই পুকুর খনন করা হলে শত শত বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে ফসলী জমিতে আবাদ ফসল করা সম্ভব হবে না।