পুঠিয়ায় পূর্ব শত্র“তার জের ধরে ঘরে আগুন দেওয়া সহ রামদা দিয়ে বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পূর্ব শত্র“তার জের ধরে ঘরে আগুন দেওয়া সহ রামদা দিয়ে বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার পুঠিয়া থানায় একটি অভিযোগ করেছে। শনিবার সকালে উপজেলার কান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে কান্দ্রা গ্রামে ফিরোজ আহম্মেদের বাড়িতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার নিজ ঘরের বিছানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেই রাতে পাশ্বের বাড়ির মাহাবুর রহমান (৩০) ও তার পিতা মহরম (৬০) দুই জনে এসে ঝগড়া করে এবং হুমকি প্রদান করে। সেই সূত্র ধরে মাহাবুর রহমান শনিবার সকালে ফিরোজ আহম্মেদের বাড়িতে গোপনে গিয়ে ছাগল রাখার ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরে থাকা ২ টি মুরগী, খড়ি, টিন এবং ঘরের বেড়া পুড়ে যায়।

এ ঘটনায় ফিরোজ আহম্মেদের স্ত্রী দোলেনা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ পত্র জমা দেন। থানা থেকে বাড়িতে ফিরে গেলে মাহাবুর তার ঘর থেকে রামদা নিয়ে ফিরোজ আহম্মেদের বাড়িতে গিয়ে তাকে আঘাত করার চেষ্ট করে। সে সময় স্থানীয়রা গিয়ে তাদের থামিয়ে দেয়।

ফিরোজ আহম্মেদ জানান, পূর্ব শত্র“তার জের ধরে তারা বিভিন্ন সময় বিবাদ করে থাকে। তার সূত্র ধরে আমার বাড়ি পুড়ানো সহ রামদা নিয়ে আমাকে হত্যার উদ্দ্যেশে আসে। বিষয়টি জানিয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দিয়েছে আমার স্ত্রী। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

এ ব্যাপারে থানার এএসআই নাসির জানান, বিষয়টি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বাহিরে আছি গিয়ে আমি ঘটনাস্থলে যাবে।