পুঠিয়ায় পৌরসভার পালোপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণ সংযোগ করলেন স্বতন্ত্র প্রার্থী নয়ন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার ১ ও ৮ নং ওয়ার্ড পালোপাড়া বাড়ি বাড়ি গিয়ে গণ সংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম আজম নয়ন। তিনি এবার নির্বাচনে নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণ সংযোগ কালে মোঃ গোলাম আজম নয়ন বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। এছাড়া এই পৌরসভা টিকে আধুনিক ডিজিটাল পৌর সভা হিসাবে গড়ে তুলতে চাই। পৌর নাগরিকদের অধিকার তাদের দৌর গড়াই পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যন্ত রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার ১ ও ৮নং ওয়ার্ড পালোপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণ সংযোগ করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম আজম নয়ন এর সাথে উপস্থিত ছিলেন আওলাদ হোসেন, মাসুম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।