পুঠিয়ায় প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থীর পোষ্টার ছাপিয়ে ফেসবুকে প্রচার


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আচরণ বিধি-লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী পোষ্টার ছাপিয়ে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে ।

জানাগেছে, আগামী ১১ তারিখে প্রতীক বরাদ্দের আগেই রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য আবুল ফজল ও আসিক রহমানের ফেসবুক আইডিতে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুলের ‘নৌকা’ প্রতীক দিয়ে নির্বাচনী পোষ্টার বানিয়ে পোস্ট করেছেন। এবং তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে সেই পোস্টার এলাকায় লাগানো হয়নি।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর শিলমাড়িয়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো। যাচাই-বাছাই ০৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর ২০২২ ইং।

এ ব্যাপারে সাজ্জাদ হোসেন মুকুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন পোষ্টার এখনও ছাপাইনি। কেউ হইতো পোস্টার ছাপিয়ে ফেসবুকে দিতে পারে সে বিষয়ে আমি কিছু জানিনা। আর ১১ তারিখে প্রতীক বরাদ্দের পরেই আমি পোষ্টার ছাপাবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন জানান, এটা যদি কোন প্রার্থী করে থাকে তবে সেট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পরে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।