পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার তারাপুরে প্রথম শ্রেণীর শিশু স্কুল ছাত্রী (৬) কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ অক্টোবর) রাতে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেই শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে শিশুটিকে রবিবার সকালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সেই শিশুর বিষয়টি গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে রেফার্ড করেন। সেই শিশুর চাচা ফারুক ও শিশুর মা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
ভুক্তভোগী সেই শিশুর মা বলেন, গতকাল রাতে আমার ভাসুর হাবিবুর রহমানের ছেলে নাম শান্ত (১৭) শনিবার সন্ধ্যা রাতে আমার শিশু কন্যা (৬) কে ডেকে নিয়ে গিয়ে গোয়াল ঘরে ধর্ষণ করে। এরপর সেই শান্ত আমার মেয়ে ভয় দেখায় যেন সে কথা কাউকে না বলে। রাতে যখন ব্যথা এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়। আমার মেয়ে কান্না করে বলে জ্বালা যন্ত্রণা হচ্ছে। তখন বিষয়টি আমার মেয়ে আমাকে বিস্তারিত বলে।
এরপর সকালে আমরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার আমাদেরকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলে। শান্তদের সাথে পূর্ব শত্র“তার জের ধরে এই কাজ করে। শান্ত তারাপুর বাজারে একটি তুলার কারখানার শ্রমিক।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়াদী হোসেন বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।