পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও মাস্ক বিতরণ কর্মসূচীর পালন করা হয়। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কার্যালয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
এতে আরো উপস্থিত ছিলেন রিক রাজশাহী জোনাল ম্যানেজার আজিজার রহমান, এরিয়া ম্যানেজার কামাল হোসেন, বানেশ্বর শাখা ব্যবস্থাপক আবু হাসনাত।
অনুষ্ঠানে রিকের সদস্যদের মাঝে গাছের চারা, মাস্ক ও খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।