পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতারণ করা হয়েছে।
সোমাবার সকালে উপজেলা পরিষদ সম্মেল কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, থানার অফিনসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন প্রমুখ।