পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নাছু ও রওশান আলীর স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৩ টার দিকে পুঠিয়া উপজেলা সদরে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম সরকার ও এবিএম শাখাওয়া ত হোসেন বাশার এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস আলী, মোঃ মইনুদ্দিন আহম্মেদ ও মোঃ আঃ কাদের, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী সাঈদ হোসেন দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ আইয়ুব রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।