পুঠিয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পারুল বেগম (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে পুঠিয়া উপজেলার সরিষাবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ী গ্রামে মৃত রেজাউল করিমের স্ত্রী পারুল বেগম (৬০) এর লাশ তার বাড়ির পার্শ্বে সীমের মাচানের নিচে দেখতে পায় স্থানীয়রা। সে সময় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে মারা যাওয়া বৃদ্ধার ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে আজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা করেন।