পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর ভাচুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে সরাদেশের সাথে রাজশাহী পুঠিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় রাজশাহীর পুঠিয়া উপজেলা সম্মেলন কেন্দ্রে রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. আব্দুল মান্নান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মোঃ সরোয়ারর্দী, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান সুলতান গাজী, বাদিউদজ্জামান, তাকবীর হাসান, সাজ্জাদ হোসেন মুকুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী জেলায় ৮৫৪ টি বাড়ীর দলিল হস্তান্তর করা হয়। এরমধ্যে পুঠিয়া উপজেলায় ১১০ টা ঘর রয়েছে। আর প্রথম পর্যায়ে জেলায় ৬৯২ টি হস্তান্তর করা হয় বলে জানা গেছে।