পুঠিয়ায় ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীর পুঠিয়ায় মুজিবশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে থেকে সরাসরি যুক্ত ছিলেন।

 

এর মাধ্যমে জেলার ৯টি উপজেলায় মোট ৬৯২ টি জমি ও বাড়ী প্রাপ্ত হয় হতদ্ররিদ্র মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ,

সহকারী কমিশনার ভুমি রুমানা আফরোজ, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খাঁন, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসান প্রমুখ।