পুঠিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ভূমি সেবা সপ্তাহের ভার্চুয়েলী উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ন কবীর। রবিবার সকালে পুঠিয়া উপজেলা রাজস্ব প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইচ চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ সহ বিভিন্ন জেলা ও উপজেলার কর্মকর্তাগণ ভার্চুয়েল এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।