পুঠিয়ায় মৃত শ্রমিক সদস্য ও মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন এর মৃত সদস্য ও শ্রমিকের মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। রবিবার সকালে নিজস্ব কার্যলয়ে অনুদান বিতরণ করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে ৭ জন মৃত শ্রমিক পরিবার এবং ৩৪ জন শ্রমিকের মেয়ের বিবাহের জন্য অনুদানের টাকা বিতরণ করা হয়।

 

এ সময় রাজশাহী জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল, সহ-সাধারণ সম্পাদক মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আঃ রশিদ, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান, সদস্য রাজ্জাক দেওয়ান, মনিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।