পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র প্রার্থী মোঃ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের লিখিত অভিযোগ রবিবার দুপুরে রিটার্র্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কমিশনের বরাবর আবেদন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী গেলাম আযম নয়ন।
পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসে জমাকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মোঃ রবিউল ইসলাম রবি, পৌরসভার স্থায়ী ও অস্থায়ীভাবে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যেমে নির্বাচনে প্রচারণা চালাচ্ছে। আর পৌরসভা কার্যলয়টি গভীর রাত পর্যন্ত নিবাচনী প্রচারণার কাজে ব্যবহার করছে।
এছাড়া নিজেদের ব্যক্তিগত ব্যবহৃত মোটরসাইকেলে প্রার্থীর স্কিকার লাগিয়ে চলাফেরা করছে। তাই তার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেনস্বতন্ত্র মেয়র প্রার্থী।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ জয়নুল আবেদীন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।