পুঠিয়ায় লাল সবুজের বন্ধনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার সৈয়দপুরে করোনাভাইরাস মহামারীর কারণে কর্মহীন মানুষের মাঝে “লাল সবুজের বন্ধনের উদ্যেগে” ১৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে লাল সবুজের বন্ধনের প্রতিষ্ঠাতা এএসআই ইকবাল বারী লিটনের উদ্যেগে এ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজের বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক ও মাননীয় এমপি মহোদয় (রাজশাহী -৪) পুঠিয়া-দূর্গাপুরের প্রতিনিধি মোঃ ইউনুস আলী এবাদুল, উপস্থিত ছিলেন লাল সবুজের বন্ধনের উপদেষ্টা জনাব মোঃ মাহবুব আলম ও মোঃ মেহেদী হাসান লালচাঁদ। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, সভাপতি, লাল সবুজের বন্ধন।পরিচালনায় মোঃ জমশেদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক, লাল সবুজের বন্ধন। সার্বিক ব্যবস্থাপনায় লাল সবুজের বন্ধনের সকল সদস্যবৃন্দ।