পুঠিয়ায় শিক্ষকের জমির আমের গাছের ছাল কেটে গাছ নষ্ট করার অভিযোগ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বারোপাখিয়া এলাকায় এক শিক্ষকের জমির আমের গাছের ছাল কেটে গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বারোপাখিয়া গ্রামে আব্দুর রহির মাষ্টারের এক বিঘা জমির ১১টি বড় বড় আমের গাছের ছাল কেটে ক্ষতি সাধন করে দুবৃত্তরা।

আব্দুর রহির মাষ্টার জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামে এক বিঘা জমিতে আম ও লেবুর বাগান রয়েছে। বৃহস্পতিবার রাতে শত্র“তা বসত ১০ বছর আগে লাগানে ১১টি বড় বড় আমের গাছের ছাল কেটে ক্ষতি সাধন করে। পরিকল্পিত ভাবে গাছগুলোর নিচ থেকে প্রায় দুই ফিট উপরে চারো ধার দিয়ে প্রায় এক হাত ছাল কেটে ফেলে।

কৃষি কর্মকর্তা জানায়, সেই ছালের কারণে আমের গাছ গুলো ধীরে ধীরে মারা যাবে। কারণ সেই ছালের মাধ্যমে গাছের খাদ্য বন্ধ হয়ে যাবে।

থানার অফিসার ইনচার্জ সোহওয়াদী হোসেন জানান, আমি বাহিরে ছিলাম। অভিযোগ দিয়েছে কি না দেখে বলতে পারবো।