পুঠিয়ায় সমবায় সমিতির নারী সদস্যদের আইজিএ সেলাই প্রশিক্ষণ শুরু ও সেলাই মেশিন বিতরণ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় সমবায় সমিতির নারী সদস্যদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আইজিএ সেলাই প্রশিক্ষণ শুরু ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা সমবায় অফিস, পুঠিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোহাঃ আব্দুল মজিদ, জেলা সমবায় অফিসার মোঃ সাইদুর রহমান ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, উপজেলা সমবায় অফিসার মোঃ সুলতানুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে পুঠিয়া উপজেলার ৭টি সমিতির ২৫জন সমবায়ী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের শুরুতে সমবায় সমিতির অর্থায়নে সমিতির সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।