সাংবাদিক বিজয়কে হত্যার হুমকি


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাংলা টিভি’র রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষকে হত্যার হুমকি দিয়েছে।এ ব্যাপারে শুক্রবার রাতে পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছে বিজয় ঘোষ।থানায় জমা দেওয়া সাধারণ ডাইরী সূত্রে জানা গেছে, বুধবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়ার কালিতলা নামকস্থানে অজ্ঞাত নামা দুই জন ব্যাক্তি মোটরসাইকেল থামিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

আর বলে ফিড মিলের মালিক আতিকুর রহমানের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিস। ভাই তোর বিরুদ্ধে মামলা করবে এবং প্রয়োজনে শেষ করে ফেলবে বলে চলে যায়। এ ঘটনার পর সাংবাদিক বিজয় ঘোষ পুঠিয়া থানায় ১৭ জুলাই হাজির হয়ে সাধারণ ডাইরী নং ৬৪২ করেছে।

সাংবাদিক বিজয় ঘোষকে হত্যার হুমকি দেওয়ায় তৎক্ষনিক নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।