পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভূর্তকি মূল্যে নিন্ম আয়ের মানুষের নিকট টিবিসি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের সার্বিক কার্যক্রম আগামীকাল ২০ মার্চ, ২০২২ থেকে শুরু হবে। শনিবার দুপুরে টিসিবি বিষয়ে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ।
বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের নিকট আসন্ন পবিত্র রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝিতে মোট ২বারে টিবিসির পণ্য বিক্রয় করা হবে বলে জানানো হয়। ২০-২৯ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত ১ম পর্যায়ে পুঠিয়া উপজেলাতে ১৪ হাজার ৬শ’ ২৬টি পরিবারকে টিবিসি’র পণ্য প্রদান করা হবে।
২য় পর্যায়ের ৩-১৪ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে কার্ডধারী একই পরিবারকে পূনঃরায় টিবিসি’র পণ্য প্রদান করা হবে। পুঠিয়া পৌরসভার কার্ড সংখ্যা ২ হাজার ৫০৪ টি, পুঠিয়া ইউনিয়ন এর কার্ড সংখ্যা ৯৬৪, বেলপুকুর ইউনিয়ন এর কার্ড সংখ্যা ২ হাজার ৪৫৫, বানেশ্বর ইউনিয়ন এর কার্ড সংখ্যা ২ হাজার ১৮২, শিলমাড়িয়া ইউনিয়ন এর কার্ড সংখ্যা ২ হাজার ৪৪৪ , জিউপাড়া ইউনিয়ন এর কার্ড সংখ্যা ১ হাজার ৮৬৬ , ভালুকগাছি ইউনিয়ন এর কার্ড সংখ্যা ২ হাজার ২১১টিসহ উপজেলাতে কার্ড সংখ্যা সর্বমোট ১৪ হাজার ৬২৬টি।
রবিবার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রথম পর্যায়ে একজন ব্যাক্তি ২ কেজি চিনি, ২ কেজি মশুরডাল, বোতলজাত সয়াবিন তেল ২ লিটার ৪৬০ টাকায় কিনতে পারবেন।