পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বৃক্ষ নিধন বন্ধ করে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা করি শ্লোগানে পুঠিয়া-তাহেরপুর রাস্তার ঐতিহ্যবাহী বৃক্ষ রক্ষার্থে মানববন্ধন করা হয়। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার খলিশকুড়ি মালিপাড়া মোড়ে আয়োজন করেন পুঠিয়া উপজেলা পরিষদ এবং পচামাড়িয়া জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি।
এ সময় পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ রহিম মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শুকুর আলী সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান (মাষ্টার) সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- অবিলম্বে পুঠিয়া-তাহেরপুর রাস্তার ঐতিহ্যবাহী গাছ রক্ষার্থে টেন্ডার বাতিলের আহবান জানান।
সেইটা বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেন।