পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবন ও দৃষ্টিনন্দন গেট উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার সদরে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আলোচনা সভা, বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান উল হক মাসুদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।