পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সদস্যগণকে রাজশাহী জেলা পুলিশের সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক: শনিবার বেলা এগারো টায় পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।

 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ তাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি চারণ করেন। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় ও গৌরবময় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।