পোরশায় আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক গেনা হুজুরের দাফন সম্পন্ন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও আল জামিয়াতুল আরাবিয়া দারল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শরিফুদ্দিন শাহ্ধসঢ়; চৌধুরীর (গেনা হুজুর) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ দুপুরে মাদ্রাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে হাজান হাজার মানুষ জানাজায় অংশ নেন। পরে তাকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শেষবারের মত দেখতে গিয়ে মন্ত্রী বলেন, মাওলানা শাহ্ধসঢ়; শরিফুউদ্দিন চৌধুরি সবাইকে ভালোবাসতেন, তিনি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পথপ্রর্দশক।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহীতে সিডিএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।