নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর পর্যায়ে সরকারের সামাজুক সুরক্ষার আওতায় সুবিধা ভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নাচোল পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে পৌর আলীগে সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,ভাইসচেয়ার মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও জেলা পরিষদের সাবেক সদস্য রয়েল বিশ্বাস,কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাচোল পৌরসভার প্যানেল মেয়র তারেক রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল সাবা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিবরগ।