গত বছর মাদক বিতর্কে নাম জড়ানো পর প্রথম বার জনসমক্ষে এলেন বলিউড কিং খান শাহরুখ খানপুত্র আরিয়ান খান। আজকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে বাবা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রতিনিধিত্ব করছে আরিয়ান খান। সঙ্গে আছেন বোন সুহানা খানও।
হিন্দুস্তান টাইমসের খবর—জামিনে মুক্তি পাওয়ার পর কয়েক বার এনসিবি অফিসে হাজিরা দিতে দেখা গিয়েছিল আরিয়ানকে। এর বাইরে আর দেখা মেলেনি তাঁর। আজকের নিলামে শাহরুখ খানের পুত্র-কন্যার বাইরে কেকেআরের যৌথ কর্ণধার জুহি চাওলা এবং তাঁর মেয়ে জাহ্নবীও আজকের নিলামে অংশ নিয়েছেন।
বেশ কয়েক বছর আগে আরিয়ান আর জাহ্নবী কেকেআরের হয়ে নিলামে অংশ নিয়েছিলেন। সে সময় তাঁদের ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
গত বছরের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ২৮ দিন জেল খেটে ২০২১ সালের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান। গ্রেপ্তারের পর আলোচনার শীর্ষে উঠে আসেন শাহরুখপুত্র।