নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পুরাতন অকেজো মালামাল প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পুরাতন অকেজো মালামালের মূল্য নির্ধারণ ও নিলাম সংক্রান্ত কমিটির আহ্বায়ক সমর কুমার পাল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বুধবার নগর ভবনে গ্রিন প্লাজায় নিলাম ৬৭ ধরনের মালামালের নিলাম কার্যক্রম সম্পন্ন করেন।
প্রকাশ্য নিলামে ১২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রকাশ্য নিলামে ২ লাখ ৩১ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন গ্রীন এ্যারো।
এ সময় কমিটির সদস্য সচিব ও ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব খোকন, সদস্য ও সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।