যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে বাইডেনের ডেমোক্র্যাটসরা পিছিয়ে আছেন।
অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিক দিয়ে অনেক এগিয়ে আছেন।
প্রতিনিধি পরিষদে অবশ্য রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য দেখা গেলেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটস-রিপাবলিকানদের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। খবর সিএনএনের।
মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৪৩৫টি আসনের মধ্যে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।
সিএনএনে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা ১৯৮টি আসনে জয় পেয়েছেন। অপরদিকে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ১৭৩টি আসনে জয় পেয়েছে।
সর্বশেষ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ২২২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছিল ২১৪টি আসন। এখন দুই বছর বাদেই সংসদের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে নতুন আইনপ্রণয়ণসহ যে কোনো বিল উত্থাপন এবং সেটি অনুমোদন করিয়ে নিয়ে আসতে বেগ পেতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে।