যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী বুধবার (২০ জানুয়ারি) অভিষেক হচ্ছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত চার বছরের ইতি ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের যেসব নীতি ট্রাম্পের সময়ে বদলে ফেলা হয়েছিল, সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইডেন।
তাই আবাসন, শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তন ও অভিবাসনের মত ডজনখানেক বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনে নির্বাহী আদেশ দিতে অভিষেকের দিনই ব্যস্ত সময় কাটবে জো বাইডেনের। শনিবার এক মেমোতে সেসব নির্বাহী আদেশের বিষয়ে বাইডেনের হবু চিফ অব স্টাফ রন ক্লেইন সাংবাদিকদের একটি ধারণা দিয়েছেন।
রন ক্লেইন জানিয়েছেন, দায়িত্বের প্রথম দিন বাইডেন যেসব নির্বাহী আদেশ দেবেন, তার একটিতে যুক্তরাষ্ট্রের আবার প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা থাকবে। ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ভোটের প্রচারের সময়ই প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফিরিয়ে আনবেন।
২০১৫ সালের প্যারি চুক্তিতে নিঃসরণের মাত্রা সম্মিলিতভাবে কমিয়ে আনার অঙ্গীকার করা হয়েছে। যেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হতে পারে। এ পর্যন্ত বিশ্বের ১৮৯টি দেশ ওই চুক্তিতে অনুস্বাক্ষর করেছে।
২০১৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে হতবাক করেছিলেন ট্রাম্প। তার ওই ঘোষণা কার্যকর হয় গত ৪ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরের দিন।
অভিবাসনের নিয়ম বদলাতে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে তৎপর হন রিপাবলিকান ট্রাম্প। সে সময় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে মোট ১৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে কড়াকড়ি চলছে।
ট্রাম্পের উত্তরসূরি বাইডেন দায়িত্বের প্রথম দিনই সাত মুসলিম দেশের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন নির্বাহী আদেশ দেবেন বলে জানিয়েছেন রন ক্লেইন। এর বাইরে বাইডেন বহু প্রত্যাশিত নতুন অভিবাসন নীতির খসড়া ঘোষণা করবেন, যা লাখো অনিবন্ধিত অভিবাসীর বৈধতা পাওয়ার পথ খুলবে। অবশ্য এই নীতি বাস্তবায়নেকংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
এর আগে শিক্ষা ঋণের লোনের কিস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করে যে আদেশ হয়েছিল, তার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসবে বাইডেনের অভিষেকের দিনই। পাশাপাশি আবাসন ঋণের কিস্তি শোধে ব্যর্থতার জন্য উচ্ছেদ কার্যক্রমও বন্ধ থাকবে।
প্রতিশ্রুতি অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ এবং ফেডারেল সরকারের সব প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক করবেন বাইডেন। অবশ্য এসব নির্বাহী আদেশের বেশিরভাগের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না।
এর পাশাপাশি করোনাভাইরাসের টিকাদান এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বাইডেন ইতোমধ্যে ১.৯ ট্রিলিয়ন ডলারের যে প্রণোদনার প্রস্তাব ঘোষণা করেছেন, তা কংগ্রেসে পাস করাতে বেশ বেগ পেতে হবে, কারণ প্রতিনিধি পরিষদের আসনের দিক দিয়ে তার দল ডেমোক্রেটিক পার্টি এগিয়ে থাকলেও রিপাবলিকানদের সঙ্গে তাদের ব্যবধান সামান্যই।
ক্লেইন বলেছেন, বাইডেনের প্রথম দিনের প্রতিশ্রুতির একটি বড় অংশের বাস্তবায়ন শুরু হয়ে যাবে অভিষেকের পরের নয় দিনের মধ্যে। এর মধ্যে থাকবে করোনাভাইরাস পরীক্ষার আওতা বাড়ানো এবং সরকারি ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা।
ক্লেইন বলেন, “নতুন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নিতে যাচ্ছেন জাতির এক সঙ্কটজনক মুহূর্তে। নির্বাচনী প্রচারের সময়ই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এসব সমস্যা আমলে নিয়ে দেশকে গড়ে তুলবেন আরো ভালোভাবে।”