নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুরে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেছেন দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়।
গত সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম।
পিআইও জানান দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে এ কর্মবিরতি পালিত হচ্ছে দাবিগুলোর মধ্যে আছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীর পদ নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শুন্যপদ পদোন্নতি নিয়োগের মাধ্যমে পূরণ করা।
কর্মবিরতিতে অংশ নেন পিআইওর কার্যসহকারী মুর্শেদ ইসলাম ও অফিস সহায়ক বঙ্কিম চন্দ্র রায়।