নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ে এডহক নিয়োগপ্রাপ্তরা। শনিবার সকাল সাড়ে ৮টায় তারা এই ভবনগুলোতে তালা লাগায় তারা।
জানা যায়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ফাইন্যান্স কমিটির সভা আহবান করেন সভার সভাপতি ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ।
এছাড়া আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভা আহবান করেছেন রুটিন উপাচার্য অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা।
তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ আটকে দিয়ে সভা দুটি না করার দাবি জানানো হয়। কিন্তু তাদের অগ্রাহ্য করে সভা করার চেষ্টা করার কারণেই ভবনগুলোত তালা লাগিয়েছে তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহান তার বিদায় বেলায় শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৮ জনকে নিয়োগ দিয়ে যান। মন্ত্রণালয়ের নির্দেশে সেই ১৩৮ জনের যোগদান স্থগিত রেখেছেন বর্তমানে দাযয়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।