সময়ের আলোচিত-সমালোচিত জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বিয়ের আকদ সম্পন্ন করেছেন তিনি। এর দুইদিন পর আকদ অনুষ্ঠানের ভিডিও প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই হয়ে গেছে ভাইরাল।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিয়ের আকদের ভিডিও প্রকাশ করেন নাসির।
<<<ভিডিও দেখুন>>>
আর সেখানে একদম শুরুতেই দেখা যায় বউয়েল ঘোমটা তুলে ধরার পরই বিছানায় পড়ে যান তিনি। প্রায় পুরো ভিডিওতেই নানাভাবে মজার এমন নানা কাণ্ড ঘটিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। বিয়ে হওয়ার পর নাসিরকে আমার বিয়ে হয়ে গেছে বলতে শোনা যায়।
এ ছাড়া শেষদিকে তার সহধর্মিণী তামিমা তাম্মির গান গাওয়া ভিডিওকে অন্য মাত্রা দিয়েছে। ভক্ত-সমর্থকদের মাঝে স্বল্প সময়েই দারুণ সাড়া ফেলেছে নাসিরের আকদের ভিডিও।