বগুড়ার রহবলে মোহাতাবের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন


ক্যাপশন : সোমবার (২৫ জানুয়ারী) বগুড়ার শিবগঞ্জের রহবল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্র মোহাতাব ইসলাম (১৬) হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ প্রতিবাদ সভা ও বিশ্বরোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আল আমিন মন্ডল (বগুড়া): সোমবার (২৫ জানুয়ারী বগুড়ার শিবগঞ্জের রহবল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর মেধাবী ছাত্র মোহাতাব ইসলাম (১৬) হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ প্রতিবাাদ সভা ও বিশ্বরোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা, দোষী (অভিযুক্ত) আসামীদের কে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিহত মোহাতাবের পিতা জিয়াউর রহমান, মা মোরশেদা বেগম, বোন জেমি আক্তার, অত্র হাইস্কুলের সভাপতি সাজ্জাদ হোসেন টুটুল, প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বর্মন, শিক্ষক চিনময় কুমার, আরিফুল ইসলাম, সোহাগ হোসেন, অভিভাবক জসিম উদ্দিন, রেজ্জাক হোসেন, মমতাজ উদ্দিন, শিক্ষার্থী নাসিম, মামুন, জিয়াউর, শহীদ, বুলবুল, তৌফিক, মিম ও লাবনী’সহ ৫শতাধিক শিক্ষার্থীবৃন্দ।