বিজ্ঞপ্তি: বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মজিবর রহমান বিকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি আজই জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
মরহুম মজিবর রহমান ১৯৬৫ সালের ৩০ জুন তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাকতোলা গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৫ সালে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসে যোগদানের মধ্যদিয়ে তাঁর চাকুরী জীবনের সূচনা। মৃত্যুকালে তিনি দুই কন্য রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ এবং তাঁর সহকর্মীবৃন্দ শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।