বগুড়া প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বগুড়া সদর সাবগ্রামে স্থানীয় গ্রীন রির্সোট চত্তরে বায়ার ক্রপসায়েন্স উদ্যোগে জেলায় ৩হাজার এবং বগুড়া সদরে ৮শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলন শীল অ্যারাইজ তেজ গোল্ড হাইব্রীড ধান বীজ বিতরন করা হয়েছে।
আদর্শ কৃষক সৌরভ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর কৃষি অফিস এর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বায়ারক্রপ সায়েন্স সিনিয়র টেরিটরী অফিসার কৃষিবিদ গৌতম চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, এনামুল হক, আব্দুল হক, একেএম মুনছুর রহমান, ডিএস তনশ্রী, রেহেনা ইয়াসমিন ও বায়ার ফিল্ড অফিসার নুরুল ইসলাম প্রমূখ। বগুড়ার বিভিন্ন উপজেলায় মোট ৩হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৩কেজী করে তেজ গোল্ড হাইব্রীড ধান বীজ বিতরন করা হয়।