প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে প ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোফাখ্খারুল ইসলাম, জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন, ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক সাংবাদিক মো. আশরাফ পারভেজ, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা. রুকসানা আরজু প্রমুখ।