স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ শলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিকাল ৫ টায় শলুয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শোক সভা,এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.শাহরিয়ার আলম এমপি।
এসময় তিনি বলেন,১৫ আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। ওইদিন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা এ দেশের স্বাধীনতা চায়নি। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু একজন ব্যক্তিকে নয়, ইতিহাসকে হত্যা করেছে।
হারিয়েছি এ দেশের সবচেয়ে দামি নক্ষত্রটি। তাই শোককে শক্তিতে রুপান্তরিত করে পরাজিত শক্তির মোকাবিলা করতে হবে। জাতির পিতার রক্তে যাদের হাত রঞ্জিত তাদেরকে কখনোই ক্ষমতায় আসতে দেয়া যাবে না।
শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আনোয়ার হোসেন,চারঘাট উপজেলা চেয়ারম্যান চারঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.ফখরুল ইসলাম,চারঘাট পৌরসভা মেয়র মো.একরামুল হক,শলুয়া ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন।
আলোচনা সভায় শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন সরকার,মকলেছুর রহমান বাচ্চু,শ্রী অসীত কুমার ঘোষ,শলুয়া কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমীন,সহকারী অধ্যক্ষ আবু মিল্লাত দুলু,চারঘাট উপজেলা যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো.তৈয়ব আলী,শলুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,শলুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এ কে এম ফয়সাল সরকার রিচার্ড,
শলুয়া ইউনিয়ন ছাএলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ শুভ, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত,মুক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।