দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছোটপর্দার পাশাপাশি রুপালি পর্দায়ও নিজের জাত চিনিয়েছেন। দর্শকপ্রিয় এ অভিনেত্রী বছর শেষে সুখবর দিলেন ভক্তদের। হ্যাঁ, নতুন রূপে পর্দায় আসছেন বলে নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন।
প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থাপিকা হিসেবে আসছেন তিশা। ‘দ্য বক্স’ শিরোনামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।
অনুষ্ঠানের প্রথম সিজনের মোট ৫টি পর্ব প্রচার হবে। এরইমধ্যে অনুষ্ঠানে অতিথি হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও সিয়াম আহমেদ।
তিশা জানান, উপস্থাপনায় আগে থেকেই ইচ্ছে ছিল। কিন্তু মনের মতো অনুষ্ঠান না পাওয়ায় কাজ করা হয়নি। এ অনুষ্ঠানটির আইডিয়া ও প্ল্যান ভালো লেগেছে। তাই তিনি কাজে রাজি হয়েছেন।
তিনি বলেন, ‘অভিজ্ঞতা অনেক মজার। গেস্টদের সঙ্গে অনেক মজা করছি। সবার সঙ্গে হাসিঠাট্টা হচ্ছে। আমাদের যেহেতু ভালো লাগছে, মনে হয় দর্শকদেরও ভালো লাগবে।’
এর আগে ‘মেরিল-প্রথম আলো’ অনুষ্ঠান উপস্থাপনা করেন তিশা। ‘দ্য বক্স’ অনুষ্ঠানটি গতকাল ৩১ ডিসেম্বর রাত ৯টায় এনটিভিতে এবং আজ ১ জানুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
উপস্থাপনা ছাড়াও এ মুহূর্তে সরকারি অনুদানে নির্মিত ‘ভালোবাসার প্রীতিলতা’ ছবির চিত্রায়ণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে এ ছবি নির্মাণ করছেন প্রদীপ ঘোষ। ছবিতে তিশার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক।