মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ডাসকো ফাউন্ডেশন জার্মান দাতা সংস্থার অর্থায়নে নেট্জ বাংলাদেশের সহযোগিতায় “ স্ট্রেইনদেন ইয়াং এন্ড এ্যাডাল্ট পিট মাল্টিপ্লায়ার’স ইন বাংলাদেশ (অহিংসা) প্রকল্পের” আয়োজনে বদলগাছী কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অহিংসা প্রকল্পের বদলগাছী উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ টপ্যের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান।
মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যার মো. শামসুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটর মো. এব্রাহিম খলিল, এ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার ফিরোজা খাতুন প্রমূখ। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বিভিন্ন জাতিধর্মের লোকজন উপস্থিত থেকে মেলাকে প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী এ মেলায় ডাসকোর অহিংসা প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ, বাল্য বিবাহ ও মাদক বিরোধী সচেতনতা মূলক নাটক পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শনসহ বিভিন্ন পারিবারিক সামগ্রী, পিঠাপুলি ও বিভিন্ন পণ্যের দোকান বসে।