বন্ধুত্বে নয়, সম্পত্তিতে শাহরুখের কাছে নস্যি সালমান!


আয়ে কে এগিয়ে শাহরুখ খান নাকি সালমান খান। কোলাজ : এনটিভি অনলাইন

পর্দায় লড়াই আছে, কিন্তু ব্যক্তিজীবনে যা আছে তা শুধুই বন্ধুত্ব। সেটা সবশেষ দেখা গেছে, শাহরুখপুত্র গ্রেপ্তার হলে সালমানের উদ্বিগ্নে।

বলিউডের দুই খানের বন্ধুত্ব আর সিনে পর্দার লড়াইয়ের খবর তো ভক্তকুলের মুখস্থ। চলুন জেনে নেওয়া যাক বলিউড বাদশাহ আর বলিউড ভাইজানের টাকাপয়সার খবর।

বলিউডভিত্তিক পোর্টাল বলিউড বাবল এক প্রতিবেদনে দাবি করেছে, শাহরুখের দিনে আয় এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৫৫ লাখ টাকার বেশি।

অন্যদিকে, সালমান খানের দিনে আয় এক লাখ ২৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি নয় লাখ টাকার বেশি।

দিনে এত আয় করলে এই দুই সুপারস্টার কত টাকার মালিক? সেই প্রতিবেদন বলছে, ১৯৮৮ সালে টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা ‘ডন’ তারকা ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ২৮ কোটি টাকার বেশি।

আর ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ দিয়ে বলিউডে পা রাখা সালমান ৩৬০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ১০৪ কোটি টাকার বেশি।

এই হিসাবে সম্পত্তিতে শাহরুখের কাছে নস্যি সালমান। তবে বি-টাউনবাসী বলছে, টাকাপয়সা নয়, বন্ধুত্বের জয় সর্বত্র।