বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনে পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্তমান পরিষদ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই পরিচ্ছন্ন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম ধরে রাখতে এ নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

 

ড্রেনের কাদামাটি অপসারণ, রাত্রিকালীন পরিচ্ছন্ন কার্যক্রমসহ সকল উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ১লা ফেব্রুয়ারি হতে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেন এক্সাভেটর মেশিন দ্বারা পরিষ্কার করা হবে। এছাড়াও কমিটির সদস্যবৃন্দ নগরীর চারটি এসটিএস ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করবেন।

সভায় কমিটির সদস্য রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।