প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
বর্তমান সরকার নারী শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে-এমপি গোলাম ফারুক প্রিন্স

পাবনা প্রতিনিধি: পাবনায় আদর্শ গার্লস হাই স্কুল এর নব নির্মিত মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে।সোমবার ( ০৩ জুন) দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পরে নব নির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় আদর্শ গার্লস হাই স্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আজ নারীরাও বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্থানে নেতৃত্ব দিচ্ছে। এ সব সম্ভব হয়েছে সরকারের নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি যার অন্যতম হচ্ছে শিক্ষা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ওহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ গার্লস হাই স্কুল এর সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, আরএম একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন,বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
Copyright © 2025 রাজশাহী প্রতিদিন. All rights reserved.