বহুবিবাহের পক্ষে বলায় চীনে বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত


বহুবিবাহের পক্ষে মন্তব্য করায় চীনের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষক বাও ইয়ানান সাংহাইয়ের ইস্ট চীন ইউনিভার্সিটি অব পলিটিকাল সায়েন্স অ্যান্ড ল-এর আন্তর্জাতিক আইন বিভাগের সহযোগী অধ্যাপক।

বাও ইয়ানান উইচ্যাট মোমেন্টস-এ (একটি সামাজিক প্ল্যাটফর্ম যা বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ) লিখেন, চীনা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের বিয়ের ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ দেওয়া উচিত এবং তাঁদের আজীবন ভাতাও দেওয়া উচিত।

 

কিন্তু বেসরকারি চ্যানেলে ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বহুবিবাহ সম্পর্কে তাঁর এই মন্তব্য ফাঁস হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। খবর এএনআইয়ের।

বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টি কমিটির অধীনে শিক্ষক কর্ম ইউনিট একটি বিবৃতি জারি করে বলে, ‘অনলাইনে ভুল মতামত প্রকাশের জন্য’ বাওকে সব শিক্ষামূলক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় বাওর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে বলা হয়।

 

চীনা কর্তৃপক্ষ দেশটিতে সরকারি নীতি বা অবস্থানের সঙ্গে সামঞ্জস্য নয় এমন মতামত নিয়ন্ত্রণ আরও কঠোর।