বাংলাদেশের ওপেনিং জুটি কবে ঠিক হবে?


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের ওপেনারদের নিয়ে পরীক্ষা কি শেষ? নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ চারটি ভিন্ন ওপেনিং কম্বিনেশন খেলিয়েছে।

তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর থেকে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে, এর মধ্যে ১৬টিতে ভিন্ন ওপেনিং জুটি খেলেছে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে মেক-শিফ্ট ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমানকে বেছে নিয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে মিরাজ এবং নিয়মিত ওপেনার নাজমুল হোসেন শান্ত ওপেন করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ তিন নম্বর থেকে লিটন দাসকে ফিরিয়ে আনে শান্তর সঙ্গে ইনিংস শুরু করেন। আর সৌম্য সরকার এবং সাকিব যতাক্রমে তিন ও চার নম্বরে ব্যাট করেন।

পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে শান্ত এবং সৌম্য সরকার ওপেন করেন। লিটন আবার নম্বরে খেলেন, তিনি ৬৯ রান করেন, সাকিব চার নম্বরে ব্যাট করেন। যেখানে নেমে তিনি ৬৮ রান করেন।

বাংলাদেশ দলের পরামর্শক শ্রীধরন শ্রীরাম জোর দিয়ে বলেছেন, পরীক্ষা-নিরীক্ষা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

সাংবাদিকদের শ্রীধরন বলেন, ‘আমরা সেরা দলটি খেলতে চাই, সে সম্পর্কে আমরা খুব স্পষ্ট, তাই অধিনায়ক, আমি এবং পরিচালক সবাই এক সঙ্গে কাজ করছি। আমরা কী সমন্বয় চাই তা আমরা বেশ পরিষ্কার।’

‘আমরা দুই-তিনটি বিষয় মাথায় রেখেছি। যেদিন আমরা যে পরিস্থিতির মুখোমুখি হবো সেই দিন আমরা পরিবর্তন করতে পারি। সে অনুযায়ী মানিয়ে নিতে পারি।’

ভারতীয় এই কোচ আরও বলেন, ‘আপনি যদি এটাকে পরীক্ষা হিসেবে দেখেন, আমরা একে বিভিন্ন কম্বিনেশন হিসেবে দেখি। আপনি যখন খেলোয়াড়দের বিভিন্নভাবে দেখেন এবং তাদের প্রত্যেকে কেমন সাড়া দেয় তা বুঝতে পারবেন। আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। আমরা খুব পরিষ্কার।’